শিলিগুড়ি, ২৬ মার্চঃ রাজনীতির ময়দানে একে অপরের প্রতিপক্ষ। বিধানসভার আসনেও প্রতিদ্বন্দ্বী। মনোনয়ন জমা করতে এসে শুক্রবার বিজেপি প্রার্থী নমস্কার করলেন কংগ্রেসের প্রার্থীকে।
এদিন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন এবং সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার মনোনয়ন পত্র জমা দেন।দুজন সামনাসামনি আসতেই দেখা গেল আনন্দময় বর্মন শঙ্কর মালাকারকে প্রণাম করে বিজয়ী হওয়ার আশির্বাদ নিচ্ছেন।
এই বিষয়ে আনন্দময় বর্মন বলেন, রাজনীতিতে নীতি এবং আদর্শের লড়াই হয়, ব্যক্তিগত লড়াই হয় না।শঙ্কর মালাকার আমার বাবার বয়সী।তিনি আমার গুরুজন, সেই হিসেবেই তার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি।