শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ দার্জিলিং মোড়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম মিঠু চক্রবর্তী।
গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক ব্যক্তি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট নিয়ে নম্বরবিহীন একটি স্কুটিতে করে বাগডোগরা থেকে চম্পাসারির দিকে আসছে।সেইমতো দার্জিলিং মোড়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
