শিলিগুড়ি, ২৩ মার্চঃ শিলিগুড়িতে এসে পৌঁছালো মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা এবং উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন সহ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে হোটেলের উদ্দেশ্যে রওনা হন আধিকারিকরা।
জানা গিয়েছে, সুকনার একটি হোটেলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা উত্তরবঙ্গের ৮টি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার(সিইও)আরিফ আফতাব সহ ১৩ সদস্যের একটি দল শিলিগুড়িতে পৌঁছায়।আজকের প্রশাসনিক বৈঠকের পর আগামীকাল একটি সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এমনটাই জানা গিয়েছে।
