শিলিগুড়ি,১ জুলাইঃ করোনা আবহে স্কুল ফি মকুবের দাবিতে আগেই আন্দোলনে নেমেছিলেন অভিভাবকেরা।এবারে ফি মকুবের দাবিতে আন্দোলনে নামল খোদ ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই শিলিগুড়ির মার্গারেট স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা।তারা জানায়,করোনা আবহে বন্ধ রয়েছে স্কুল।কিন্তু স্কুলের তরফে স্কুল ফি’র পাশাপাশি বাড়তি ফি’ও চাওয়া হচ্ছে।এই অবস্থায় অনেক পরিবারেরই রোজগার নেই।যে কারণে তাদের দাবি স্কুল ফি মকুব করা হোক।এছাড়াও এদিন ছাত্রছাত্রীরা মার্গারেট স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করার চেষ্টা করে কিন্তু অভিযোগ তাদের দেখা করতে দেওয়া হয়নি।পাশাপাশি ছাত্রছাত্রীরা জানায়,তাদের দাবি মানা না হলে আন্দোলনে সামিল হবে তারা।