রাজগঞ্জ, ২১ জুলাইঃ রাজগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস ও তার শাখা সংগঠনের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হল।আজ তৃণমূলের পক্ষ থেকে শিকারপুর হাটে এবং সংগঠনের এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে বেলাকোবা হরি মন্দির প্রাঙ্গণে শহীদ দিবস পালন করা হয়।শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে শোক জ্ঞাপন ও নিরবতা পালন করা হয়।
এদিন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, ১৯৯৩ সালে কলকাতার ধর্মতলায় তৎকালীন যুব নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ডাকে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল।সেদিন গুলি চালানোর ঘটনায় ১৩ জন শহীদ হয়েছিলেন।তাঁদের স্মরণ করতে প্রতি বছর ২১ জুলাই শহীদ দিবস পালন করা হয়।কিন্তু এবছর করোনা আবহের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ ব্লকের বিভিন্ন স্থানে শহীদ দিবস পালন করা হল।