খড়িবাড়ি, ১১ সেপ্টেম্বর: খড়িবাড়ি ব্লকের ৭৭ নম্বর বুথে অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিল ৪০ টি পরিবার।
এদিনের কর্মসূচিতে খড়িবাড়ি বুড়াগঞ্জ মন্ডল এর সভাপতি কল্যাণ কুমার প্রসাদ, ন্যাশনাল কাউন্সিল এর সদস্য গনেশ চন্দ্র দেবনাথ, জয় বারোই, যুব মোর্চার সভাপতি তরুণ সিংহ এবং এসসি মোর্চা সভাপতি নির্মল মাহাতো সহ অন্যান্য।