শিলিগুড়ি, ৩০ জুলাইঃ মুহুরি পরিচয় দিয়ে নেওয়া হতো টাকা।এরপর নকল ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রশন সার্টিফিকেট তৈরি করে তা দেওয়া হতো মানুষকে।জাল লাইসেন্স তৈরি কাণ্ডে দুই যুবককে গ্রেফতারের পর এমনটাই জানতে পেরেছে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট।
প্রসঙ্গত, বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতের সামনে একটি দোকানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ধৃতদের নাম সৌভিক ঘোষ এবং বিপ্লব দাস।
ডিডি সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি আদালতের সামনে একটি দোকানে নকল লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনের কাগজপত্র তৈরি করার খবর আসে তাদের কাছে।এরপরই গতকাল রাতে অভিযান চালিয়ে সৌভিক ঘোষ এবং বিপ্লব দাসকে গ্রেফতার করা হয়।দোকান থেকে নকল লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের কাগজপত্র উদ্ধার হয়।শুক্রবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যুবকেরা নিজেদের মুহুরি পরিচয় দিয়ে এই কাজ করছিল।এই দুজন ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের কাগজ তৈরি করার জন্য ৪-৫ হাজার টাকা করে নিত।
শিলিগুড়ি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক কাজল চক্রবর্তী বলেন, এই ঘটনার জড়িত দুজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।আদালতের বাইরে অনলাইন মাধ্যমে যেসমস্ত কাজ হয় তার ওপর নজরদারি বাড়ানোর জন্য পুলিশ কমিশনারকে একটি স্মারকলিপি প্রদান করা হবে।