খড়িবাড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনে বিমল গুরুং

খড়িবাড়ি, ৪ জানুয়ারিঃ সোমবার খড়িবাড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং।এদিন খড়িবাড়ি ব্লকের অন্তর্গত পানীট্যাঙ্কি দুলালজোতে পৌঁছান বিমল গুরুং।সেখানে তাকে স্বাগত জানান স্থানীয় কার্যকর্তারা।  


এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে।বাংলার ফের একবার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি’।তিনি আরও বলেন, ‘বিজেপি শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়ার কাজ করছে।বিজেপি সংকল্প পত্রে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের কথা বলেছিলেন।তা সত্ত্বেও এখনও অবধি পাহাড়ের স্থায়ী সমাধান করা হয়নি, অন্যদিকে কাশ্মীর মামলা এবং তিন তালাক এর মত ইস্যুর সমাধান করা হয়েছে।এত বছর কেটে গেলেও অমিত শাহ, জেপি নাড্ডা সহ শীর্ষ নেতারা শুধু সমাধানের আশ্বাস দিয়েছেন।এখনও কোনো সমস্যার সমাধান না হওয়ায় মমতা ব্যানার্জির সঙ্গে থাকার কথা বলেন তিনি’।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *