“২১শে বিজেপি সরকার গঠনের সঙ্গে বাংলা ‘সোনার বাংলা’য় পরিণত হবে”-কৈলাস বিজয়বর্গীয়

শিলিগুড়ি, ৩০ আগস্টঃ “২০২১ শে বিজেপি সরকার গঠনের সঙ্গে বাংলা ‘সোনার বাংলা’য় পরিণত হবে”-শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বাংলায় নতুন উদ্যোগ আনা হবে।বেকারদের চাকরি দেওয়া হবে এবং কৃষকরা তাদের অধিকার পাবে।ফের বাংলা ‘সোনার বাংলা’ নামে পরিচিতি পাবে এমনটাই জানান তিনি।


পাহাড়ের স্থায়ী সমাধানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, লোকসভা নির্বাচনের সময় বিজেপি পাহাড়ের মানুষকে যে কথা দিয়েছেন।সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয় রয়েছে।এছাড়াও পাহাড়ের স্থায়ী সমাধানের জন্য লাগাতার কাজ করে যাচ্ছে।      

তিনি বলেন, বর্তমানে সবথেকে বড় সমস্যা নীট এবং জেইই।রাজ্য সরকার যে তারিখে লকডাউন ঘোষণা করেছেন সেই তারিখ গুলিতে নীট এবং জেইই পরীক্ষা রয়েছে।ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নির্দিষ্ট দিনগুলিতে লকডাউন বাতিল করা উচিত।


আমফানে ক্ষতিগ্রস্থদের জন্য কেন্দ্রের তরফে যে সহায়তা করা হয় সেই খতিয়ানও তুলে ধরেন তিনি।করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে একহাতে নেন তিনি।এছাড়াও বাংলায় নতুন উদ্যোগ নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।

কৈলাস বিজয়বর্গীয় কৃষকদের নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।তিনি বলেন, রাজ্য সরকার কৃষকদের বিরুদ্ধে কাজ করছে।কেন্দ্র সরকারের তরফে কৃষকদের স্বার্থে বেশকিছু প্রকল্প শুরু করা হয়েছে।কিন্তু বাংলায় সেইসকল সুযোগ সুবিধা কৃষকরা পাচ্ছেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş