শিলিগুড়ি, ৩১ মেঃ যুবতীকে ধর্ষনের অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ।ধৃতের নাম রহমত আলি ওরফে মহম্মদ হাসিম।উত্তর দিনাজপুরের বাসিন্দা।সে পেশায় জ্যোতিষী।
জানা গিয়েছে, অভিযুক্ত রহমত আলি যুবতীকে চাকরি সহ বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলেন।এর বিনিময়ে মোটা টাকাও দাবি করে জ্যোতিষী।এরপর যুবতীকে উত্তরদিনাজপুরের পাঞ্জিপাড়া এলাকায় নিজের বাড়িতে ডাকে ওই জ্যোতিষী।সেখানে ঘুমের ওষুধ খাইয়ে যুবতীকে ধর্ষন করে বলে অভিযোগ।
যুবতীর অভিযোগ, ১৮-২৬ এপ্রিলের মধ্যে রহমত আলি বেশকয়েকবার ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষন করে।যুবতীর আরও অভিযোগ তার সোনার চেন, আংটি এবং কানের দুলও চুরি করে নেয় সে।
এরপর বাড়িতে এসে গোটা ঘটনাটি পরিবারকে জানায় যুবতী।গত ৯ মে বাগডোগরা থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে গতকাল উত্তর দিনাজপুরের জেলার পাঞ্জিপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।