বিভিন্ন মামলায় অভিযুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ

শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ বিভিন্ন মামলায় অভিযুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।গ্রেফতার ব্যক্তির নাম দীপু কামন্তি।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশকয়েক বছর আগে শিলিগুড়ি থানা অন্তর্গত এলাকায় দীপু কামন্তিকে আগ্নেয়ান্ত্র সহ গ্রেফতার করা হয়।সেইসময় তাকে আদালতে পেশ করা হয়।এরপর থেকেই পলাতক হয় অভিযুক্ত।এছাড়াও তার নামে বেশকিছু অপরাধমূলক মামলা রয়েছে।

বেশকয়েকদিন আগে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে দীপু কামন্তির নামে গ্রেফতারি পরোয়ারা জারি করে আদালত।গ্রেফতারি পরোয়ানা জারি হতেই গতকাল রাতে প্রধাননগর থানার পুলিশ দেবীডাঙ্গা থেকে দীপু কামন্তিকে গ্রেফতার করে।আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।তার বিরুদ্ধে আর্ম অ্যাক্টের আওতায় আইপিসি ২৭৯/৩৩৭/৩৩৮/৩২৫/৪২৭/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwinbahsegel girişholiganbetholiganbet girişonwingrandpasha girişcasibom girişistanbul escortextrabetescort beylikdüzücasibomistanbul escortcasibom giriş