খড়িবাড়ি, ৯ এপ্রিলঃ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়ন এর পক্ষ থেকে বিজলী মুনি চা বাগানে গেট মিটিং এর আয়োজন করা হল।
এদিনের গেট মিটিংয়ে বিজেপি প্রার্থী দূর্গা মুর্মুর সমর্থনে ভোট দেওয়ার আবেদন করা হয়।উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী দূর্গা মুর্মু সহ বিটিডব্লিউ ফাঁসিদেওয়া ব্লকের সভাপতি রাজকুমার কিন্ডো এবং স্থানীয় কার্যকর্তা এবং শ্রমিকরা।
দূর্গা মুর্মু বলেন, ‘কেন্দ্র সরকার চা শ্রমিকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছেন।বিজেপি ক্ষমতায় আসলে শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।চা শ্রমিকদের জমির পাট্টা, নুন্যতম মজুরি ৩৫০টাকা করা হবে’।তিনি আরও বলেন, এদিন শ্রমিকরা তাকে সমর্থন করার আশ্বাস দিয়েছেন।এবারে বিজেপির জয় নিশ্চিত।