শিলিগুড়ি, ২০ অক্টোবরঃ শিলিগুড়ির গুরুং বস্তি মোড়ে আর্মি ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হল।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গুরুং বস্তি মোড়ে রাস্তা পার সময় জংশনের দিক থেকে আসা একটি আর্মি ট্রাক ধাক্কা মারে ব্যক্তিকে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির।এরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় আর্মির গাড়িতে।খবর পেয়ে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
শেষ খবর পাওয়া অবধি মৃতের পরিচয় জানা যায়নি।এদিকে ঘাতক ট্রাকটিকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Sorkari sompotti nostokore ki lav……