শিলিগুড়ি,৫ আগস্টঃ অঞ্জুমান খিদমত-এ-খল্ক এর তরফে পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি হালদারকে স্মারকলিপি প্রদান করা হল।
অঞ্জুমান খিদমত-এ-খল্ক এর তরফে জানানো হয়, কার্বালা মুসলিম সমাজের একটি ধর্মীয় স্থল।শিলিগুড়ির বর্ধমান রোড স্থিত কার্বালায় ঈদের নামাজ,বকরি ঈদের নামাজ সহ সবে বরাতের মতো অনুষ্ঠান সম্পন্ন হয়।যে কারণে সকাল থেকে রাত পর্যন্ত সেখানে ইসলাম ধর্মের মানুষেরা যাতায়াত করে থাকেন।এছাড়াও ইসলাম ধর্মের কোনও মানুষের মৃত্যু হলে শবদেহ এখানে নিয়ে আসা হয়।কিন্তু বর্তমানে সেখানে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলায় কার্বালার প্রবেশ দ্বার বন্ধ হয়ে রয়েছে।যে কারণে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।এইসব বিষয় নিয়েই আজ পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি হালদারকে স্মারকলিপি প্রদান করা হল।