শিলিগুড়ি, ২৩ আগস্টঃ প্রচুর পরিমাণে অবৈধ মদ সহ এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম প্রয়াগ তামাং(১৯)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ভক্তিনগর থানার অন্তর্গত সেবক রোডে একটি শপিং মল কাছে পেট্রোলিং এর করার সময় যুবককে আটক করা হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে অবৈধ মদ।এরপরই যুবককে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।