শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ ৬ ঘণ্টার মধ্যে চুরির ঘটনার কিনারা করল ভক্তিনগর থানার পুলিশ।গ্রেফতার ২ চোর।ধৃতদের নাম পৃথ্বী সোনার(২১) এবং মহম্মদ শামীম(১৯)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভক্তিনগর থানার অন্তর্গত প্রধানপাড়া এলাকার বাসিন্দা অরুণ রায়ের জেসিবির ৬৫ কিলো ওজনের চেইন আয়রন রোলার চুরি হয়।এরপরই ভক্তিনগর থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন অরুণ রায়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভক্তিনগর থানার অন্তর্গত রেডিও সেন্টার এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ।তাদের কাছ উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
